সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম। গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে ভিন্ন আঙ্গিকে আধুনিক শিক্ষার ছোয়ায় ও বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগের মাধ্যমের নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সু-শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৯ সাল থেকে আল-হেরা পাবলিক স্কুল এন্ড কলেজের ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম শুরু হয়। আল্লাহর অশেষ রহমত এবং শিক্ষানুরাগী অভিভাবক ও ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতায় শিক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে সদীর্ঘ ১৮ বছর অতিবাহিত হওয়ায় সকলের প্রতি সশ্রদ্ধা কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা।এ প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য, বিশ্বায়ন ও একবিংশ শতাব্দীর চ্যালেন্ঞ্জ মোকাবিলায় তাত্ত্বিক শিক্ষাকে বাস্তবতার সাথে সমন্বয় করে পরিকল্পিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তোলা। সে লক্ষে আল-হেরা পাবলিক স্কুল এন্ড কলেজ একাডেমিক ক্যালেন্ডার ও কোর্স প্লান অনুযায়ী সিমেস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে সাপ্তাহিক, মাসিক ও সেমিস্টার পরীক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়।
এ প্রতিষ্ঠানে আছে একদল দক্ষ, নিবেদিতপ্রাণ ও কর্মচন্ঞ্চল আদর্শ শিক্ষক। শিক্ষার্থীরা তাঁদের আন্তরিক সহযোগিতা ও সংস্পর্শে খুঁজে পায় আলোকময় সঠিক পথের দিশা।প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজে উন্নীত করা। অবশেষে আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠার এক যুগ পূর্তিতে আল-হেরা পাবলিক স্কুল তার স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে কলেজ পর্যায়ে উন্নীত হয়েছে। ২০১০ শিক্ষাবর্ষ থেকে আল-হেরা কলেজ তার পরিকল্পিত শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে অত্যান্ত সফলতার সাথে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বমহিমায় ভাস্বর ও দ্রুত বিকশিত আল-হেরা পাবলিক স্কুল এন্ড কলেজের সুদক্ষ পরিচালনা পর্ষদ, নিবেদিত প্রাণ, কর্মচন্ঞ্চল শিক্ষক-শিক্ষিকা, জ্ঞান পিপাসু শিক্ষার্থী ও শিক্ষানুরাগী সচেতন অভিভাবকবৃন্দের চমrকার সমন্বয়ে শিক্ষাবান্ধব পরিবেশে অধ্যায়নরত শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা দ্রুত বিকশিত হচ্ছে এবং সর্বমহলে তা প্রশংসিত হচ্ছে।জ্ঞানার্জন এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রায়োগ করে শিক্ষার্থীরা যাতে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে এটিই এ প্রতিষ্ঠানের পরিচালনার পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের মূল লক্ষ্য। আমাদের সেরা শিক্ষা পরিকল্পনার এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষানুরাগী ব্যক্ত্যিবর্গের আন্তরিক সহযোগিতা ও সুপরামর্শ একান্তভাবে কামনা করছি।
আন্তরিক শুভেচ্ছান্তে-
মো: সফিকুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠান প্রধান

1 | Rajashon Branch | |
![]() |
349 | |
![]() |
417 |
Al-Hera Public School & College
North Rajashon, Savar, Dhaka-1340
+88
alhera1998@gmail.com