Al-Hera Public School & College


Al-Hera Public School & College

+88

alhera1998@gmail.com

North Rajashon, Savar, Dhaka-1340 

আমাদের বৈশিষ্ট্য

 সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালিত।
 প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইড (www.alhera-edu.com) এর মাধ্যমে সকল শিক্ষামূলক তথ্য উপস্থাপন।
 CCTV- এর মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং- এর ব্যব্স্থা।
 প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞতাসম্পন্ন ও সেরা মানসম্পন্ন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠ দান।
 সমৃদ্ধ কম্পউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরীসহ আধুনিক ও যুগোপযোগী শিক্ষা উপকরণ।
 প্রত্যেক ছাত্র-ছাত্রীর ব্যক্তিগত কার্যক্রম স্টুডেন্টস্ প্রোফাইলে সংরক্ষণ করে তা অভিভাবকগণকে অবহিত করা।
 পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে ৫ম, ৮ম, ৯ম, ও ১০ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীর জন্য ফুল টাইম স্কুলিং।
 জটিল বিষয় বস্তুকে সহজবোধ্য করার লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠ দান।
 সাধারণ জ্ঞান, চিত্রাঙ্কন, হাতের লেখা, ডায়েরিসহ অভ্যন্তরীণ পাঠ্যক্রম পরিচালিত এবং তা নিয়মিত পরীক্ষার অন্তর্ভূক্তকরণ।
 সকল পর্যায়ে সর্বাধিক A+ অর্জনের লক্ষ্যে অভ্যন্তরীণ পরীক্ষায় পাস নম্বর শতকরা ৫০%।
 পার্বিক (সেমিস্টার) পরীক্ষার পূর্বে প্রতি বিষয়ে টউটোরিয়াল, সাপ্তাহিক এবং নিয়মিত ক্লাস টেস্ট, স্পট টেস্ট ও ওরাল টেস্ট গ্রহণ।
 ক্লাস টেস্ট, এ্যাসাইনমেন্ট, টউটোরিয়াল ও পার্বিক (সেমিস্টার) পরীক্ষার গড় নম্বরের ভিত্তিতে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল নির্ণয়।
 বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণ কোন ছাত্র-ছাত্রীকে দ্বিতীয় বারের মত একই শ্রেণিতে অধ্যয়নের সুযোগ প্রদান করা হয় না।
 ইংরেজিতে এবং গণিতে সকল শিক্ষার্থীকে দক্ষ করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ।
 প্রতিদিনের শ্রেণি ডায়েরি লিখন, পাঠ গ্রহণ এবং পরবর্তী পাঠ প্রদান।
 পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য সেই টার্মের সব পরীক্ষা বাতিল।
 ধর্মানুরাগ সৃষ্টি ও নৈতিক চরিত্র উন্নয়নে উrসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ।
 সুন্দর হস্ত লিখন, ছবি আঁকা ও সঙ্গীতের বিশেষ ক্লাস।
 প্রতিটি শ্রেণিতে আসন সংখ্যা সীমিত। ৫ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ১২-১৫ জনের গ্রুপ করে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, হিসাব বিজ্ঞান ও ফিন্যান্সের Extra Care ক্লাস নেয়ার ব্যবস্থা।
 শিক্ষার্থীরা যে সকল বিষয়ে দুর্বল, তাদেরকে সে সকল বিষয়ে সবল করার লক্ষ্যে আলাদাভাবে যত্ন নেয়া হয়।
 কোটা ভিত্তিতে মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে অধ্যায়নের সুযোগ।
 ২য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তির পরীক্ষায় অংশগ্রহনের ব্যবস্থা।
 দূরবর্তী ছাত্র-ছাত্রীদের জন্য পরিবহনের সু-ব্যবস্থা।
 নিজস্ব জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা প্রদান।
 প্রতিটি ছাত্র-ছাত্রীকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত শিক্ষক ও অভিভাবক সভার আয়োজন।

  NOTICE BOARD
  STUDENTS CORNER

  TEACHERS CORNER

  PUBLIC RESULT

Students Summary
1 Rajashon Branch
Female Students : 349
Male Students : 417
  শিক্ষা কার্যক্রম ও সময়সূচী