সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালিত।
প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইড (www.alhera-edu.com) এর মাধ্যমে সকল শিক্ষামূলক তথ্য উপস্থাপন।
CCTV- এর মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং- এর ব্যব্স্থা।
প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞতাসম্পন্ন ও সেরা মানসম্পন্ন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠ দান।
সমৃদ্ধ কম্পউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরীসহ আধুনিক ও যুগোপযোগী শিক্ষা উপকরণ।
প্রত্যেক ছাত্র-ছাত্রীর ব্যক্তিগত কার্যক্রম স্টুডেন্টস্ প্রোফাইলে সংরক্ষণ করে তা অভিভাবকগণকে অবহিত করা।
পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে ৫ম, ৮ম, ৯ম, ও ১০ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীর জন্য ফুল টাইম স্কুলিং।
জটিল বিষয় বস্তুকে সহজবোধ্য করার লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠ দান।
সাধারণ জ্ঞান, চিত্রাঙ্কন, হাতের লেখা, ডায়েরিসহ অভ্যন্তরীণ পাঠ্যক্রম পরিচালিত এবং তা নিয়মিত পরীক্ষার অন্তর্ভূক্তকরণ।
সকল পর্যায়ে সর্বাধিক A+ অর্জনের লক্ষ্যে অভ্যন্তরীণ পরীক্ষায় পাস নম্বর শতকরা ৫০%।
পার্বিক (সেমিস্টার) পরীক্ষার পূর্বে প্রতি বিষয়ে টউটোরিয়াল, সাপ্তাহিক এবং নিয়মিত ক্লাস টেস্ট, স্পট টেস্ট ও ওরাল টেস্ট গ্রহণ।
ক্লাস টেস্ট, এ্যাসাইনমেন্ট, টউটোরিয়াল ও পার্বিক (সেমিস্টার) পরীক্ষার গড় নম্বরের ভিত্তিতে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল নির্ণয়।
বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণ কোন ছাত্র-ছাত্রীকে দ্বিতীয় বারের মত একই শ্রেণিতে অধ্যয়নের সুযোগ প্রদান করা হয় না।
ইংরেজিতে এবং গণিতে সকল শিক্ষার্থীকে দক্ষ করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ।
প্রতিদিনের শ্রেণি ডায়েরি লিখন, পাঠ গ্রহণ এবং পরবর্তী পাঠ প্রদান।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য সেই টার্মের সব পরীক্ষা বাতিল।
ধর্মানুরাগ সৃষ্টি ও নৈতিক চরিত্র উন্নয়নে উrসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ।
সুন্দর হস্ত লিখন, ছবি আঁকা ও সঙ্গীতের বিশেষ ক্লাস।
প্রতিটি শ্রেণিতে আসন সংখ্যা সীমিত। ৫ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ১২-১৫ জনের গ্রুপ করে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, হিসাব বিজ্ঞান ও ফিন্যান্সের Extra Care ক্লাস নেয়ার ব্যবস্থা।
শিক্ষার্থীরা যে সকল বিষয়ে দুর্বল, তাদেরকে সে সকল বিষয়ে সবল করার লক্ষ্যে আলাদাভাবে যত্ন নেয়া হয়।
কোটা ভিত্তিতে মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে অধ্যায়নের সুযোগ।
২য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তির পরীক্ষায় অংশগ্রহনের ব্যবস্থা।
দূরবর্তী ছাত্র-ছাত্রীদের জন্য পরিবহনের সু-ব্যবস্থা।
নিজস্ব জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা প্রদান।
প্রতিটি ছাত্র-ছাত্রীকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত শিক্ষক ও অভিভাবক সভার আয়োজন।

1 | Rajashon Branch | |
![]() |
349 | |
![]() |
417 |
Al-Hera Public School & College
North Rajashon, Savar, Dhaka-1340
+88
alhera1998@gmail.com